ঢাকা      বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
শিরোনাম

রুশ ভাষায় গভর্নরকে চিঠি, ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি

IMG
13 December 2024, 3:29 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বোমা মেরে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত এক সন্ত্রাসী গোষ্ঠী। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মুম্বাই পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছেন, আরবিআইয়ের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল মেইলে হামলার বিষয়ে রুশ ভাষায় লিখিত একটি সতর্ক বার্তা আসে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত এখনও চলমান আছে।

এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটলো। এর আগে ১৬ নভেম্বরেও এমন হুমকি দেওয়া হয়েছিল। রুশ ভাষায় লেখা ওই ই-মেইলটি আরবিআই-এর ওয়েবসাইটে পাঠানো হয়। বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। মুম্বাই পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

এদিকে দিল্লিতে কিছু স্কুলে নতুন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) অন্তত ছয়টি স্কুলকে লক্ষ্য করে ই-মেইল পাঠানো হয়, যার মধ্যে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল ও ক্যামব্রিজ স্কুল অন্তর্ভুক্ত। হুমকি পাওয়ার পর নিরাপত্তার কারণে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর জন্য জানায়।

এছাড়া গত সোমবার দিল্লির অন্তত ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশটির একাধিক বিমানবন্দর ও এয়ারলাইন্স প্রায় হাজার খানেক বোমা হামলার হুমকি পেয়েছে, যা আগের বছরের তুলনায় সংখ্যাটি ১০ গুণ বেশি।


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন