ঢাকা      বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
শিরোনাম

ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত হলেন এমবাপ্পে

IMG
13 December 2024, 3:49 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তারকা ফুটবলারদের ওপর ধর্ষণের অভিযোগ নতুন কিছু নয়। অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত হয়েও তারকাদের বিতর্কিত করতে ধর্ষণের অভিযোগ আনা হয়। আবার অনেকে সত্যিই ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়েন। যার শাস্তিও পেতে হয়। অনেকের তো এই অভিযোগে ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে অবশ্য সেই অর্থে ভাগ্যবানই বলা চলে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলেও সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।

গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে ঘুরতে যাওয়া কিলিয়ান এমবাপ্পের ওপর ধর্ষণের অভিযোগ আনা হয়। যদিও এমবাপ্পে বিষয়টিকে শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন। এবার আনুষ্ঠানিকভাবেও তার বিরুদ্ধে করা সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এমবাপের বিরুদ্ধে অভিযোগ উঠার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছিল। তবে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তদন্তপ্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।সিরাকোভা বলেন, ‘তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।’


বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন