ঢাকা      বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
শিরোনাম

টি-টোয়েন্টির ‘কঠিনত্ব’ উতরানোর ইচ্ছা লিটনদের

IMG
15 December 2024, 11:38 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডে। সম্প্রতি এই ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজ বাহিনী। তাদের সামনে এখন টি-টোয়েন্টির কঠিনত্ব, কারণ এই ফরম্যাটে অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টের আরনস ভেল গ্রাউন্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার (১৬ ডিসেম্বর) সিরিজের প্রথম ম্যাচ। তার আগে ম্যাচসংক্রান্ত বিষয়াদি নিয়ে কথা বলেছেন অধিনায়ক লিটন কুমার দাস।

টি-টোয়েন্টিকে বাংলাদেশের জন্য কঠিন আখ্যা দিয়েছেন লিটন। সিরিজটাও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তবুও ভালো কিছুর প্রত্যাশায় তিনি। দলপতি বলেন, ‘নরমালি টি-টোয়েন্টি আমাদের জন্য একটু ডিফিকাল্ট। ম্যাচগুলোও ওদের মাটিতে। একটু ডিফিকাল্টি হবেই। আমরা চেষ্টা করব কীভাবে এটা থেকে বের হওয়া যায়।’

দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘ঘাটতি নেই। গতকাল রাতে আমরা আলোর নিচে ফিল্ডিং অনুশীলন করেছি। আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডে খেলছে, টেস্ট খেলছে। তারা খেলার মধ্যেই আছে। দুই একজন প্লেয়ার হয়তো নতুন। তারাও কয়েকটা সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে।’

আরনস ভেল গ্রাউন্ডে বাংলাদেশ গত জুনেও খেলেছে। টি-টোয়েন্টির বিশ্বকাপের তিন ম্যাচে টাইগাররা করে যথাক্রমে ১৫৯, ১০৬ ও ১০৫। ভেন্যুটা কিপটে হিসেবেই পরিচিত। কিন্তু লিটন এর নতুন চরিত্র দেখছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের যে উইকেট ছিল, আর এখনকার উইকেট; দুটোর মধ্যে পার্থক্য আছে। গতকাল যখন অনুশীলন করেছি, উইকেট সিমিলার মনে হয়নি।’

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন