ঢাকা      বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
শিরোনাম
  • হজের নিবন্ধনের সময় বাড়লো ৮ দিন
  • বাংলাদেশ গ্লোবালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইলে +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭৪০-৬৪২৯৩০ নম্বরে যোগাযোগ করুন।
  • বাংলাদেশ গ্লোবালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।

তাসকিন-মেহেদির তোপে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

IMG
16 December 2024, 9:03 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দারুণ শুরুর পর তানজিম সাকিবের রানবন্যার ওভারটা খানিক দুশ্চিন্তায় ফেলেছিল বাংলাদেশকে। কিন্তু তার লাগাম টানতে সময় নেননি শেখ মেহেদি। পাওয়ারপ্লের সময়টা তাই বেশ স্বস্তি নিয়েই পার করেছে টাইগার শিবির একথা বলা যেতেই পারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর ৭ ওভারে ৩৯ রানে ৫ উইকেট।

১৪৭ রান ডিফেন্ড করতে প্রথম ওভারটা করেছেন হাসান মাহমুদ, দিয়েছেন মাত্র ১ রান। পরের ওভার করতে এসে প্রথম বলেই উইকেট নিলেন তাসকিন আহমেদ। ব্রেন্ডন কিংয়ের ব্যাটের কানায় লেগে বল চলে যায় মিড অফ অঞ্চলে। ক্যাচ নেন তানজিদ হাসান তামিম।

নতুন ব্যাটার নিকোলাস পুরান শুরুতেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। শেখ মেহেদি হাসানের বলটায় ব্যাট ছোঁয়ানো হয়নি। ফলাফল স্ট্যাম্পিং। এরপরেই তানজিম হাসানকে ২টি ছক্কা আর ১টি চার মেরেছেন জনসন চার্লস। চার মেরেছেন মেহেদী হাসানকেও। তবে পরের বলেই আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে মিড অফে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হয়েছে চার্লস।

পাওয়ারপ্লের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ। আর তার ফলাফল পরের ওভারে পেলেন মেহেদি। তার স্কিড করা বল আন্দ্রে ফ্লেচারের ব্যাটের কিনারা ছুঁয়ে চলে যায় লিটনের হাতে। এক বল বিরতি দিয়েই সেই মেহেদি-লিটন কম্বিনেশনে আউট হয়েছেন রস্টন চেজ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন