স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: একদিন বিরতির পর আজ মঙ্গলবার থেকে আবার মাঠে গড়িয়েছে এনসিএল টি-টোয়েন্টি লিগ। প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। আর বিরতির পর প্রথম ম্যাচেই ঢাকা বিভাগের বিপক্ষে ঝোড়ো এক সেঞ্চুরি তুলে নিয়েছেন খুলনার ওপেনার আনামুল হক বিজয়।
চলতি আসরের দ্বিতীয় সেঞ্চুরি আসলো বিজয়ের ব্যাট ধরে। এর আগে উদ্বোধনী দিনেই সেঞ্চুরি পেয়েছিলেন সিলেটের জিসান আলম। আর আজ ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এনামুল বিজয়। এদিন শুরু থেকে অবশ্য দেখেশুনে খেলতে থাকেন বিজয়, তবে একটা সময় অবশ্য মনে হচ্ছিল বেশি দূর আগাবে না খুলনা।
তবে নুুরুল হাসান সোহান এবং বিজয়ের কল্যাণে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে দক্ষিণবঙ্গের এই দলটি। ইমরুল কায়েস করেছেন ১১ বলে ১৪। আজিজুল হক তামিমের ব্যাট থেকে এসেছে ১৮ রান। ডাক মেরেছেন মোহাম্মদ মিথুন।
বিজয়কে শেষ দিকে সঙ্গ দিয়েছেন ২৩ বলে ৩৪ রান করা সোহান। তার ব্যাটে ছিল ১ চার ও ২ ছক্কা। আর বিজয় নিজের ১০১ রানের ইনিংস সাজান ১০ চার ও ৫ ছক্কায়।
চলমান আসরে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না খুলনার। প্রথম চার ম্যাচ খেলে মোটে একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে খুলনা। বিশেষ করে দলের সিনিয়র ক্রিকেটাররা রান করতে ব্যর্থ হচ্ছেন। আজও রান পাননি মোহাম্মদ মিঠুন এবং ইমরুল কায়েস। এছাড়া ইনিংস বড় করতে ব্যর্থ আজিজুল হাকিম তামিম।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com