স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এলিমেনেটরে ৮ বলে ২৯ রানের ঝড় ইনিংস খেলে গল মারভেলসের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় কোয়ালিফায়ারে মোসাদ্দেক হোসেন সৈকত-সাব্বির রহমানদের হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে ব্যাট হসেনি সাকিবের। তার দলও পারেনি ম্যাচটা জিততে। ফলে লঙ্কা টি-টেনের প্রথম আসরের ফাইনালে খেলা হচ্ছে না সাকিবের গল মারভেলসের। ফাইনালে উঠে গেছে মোসাদ্দেক-সাব্বিরদের বাংলা টাইগার্স।
বুধবার (১৮ ডিসেম্বর) লঙ্কা টি-টেনের দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাট করে গল মারভেলস ৯০ রান সংগ্রহ করে। জবাবে ৩ ওভার ও ৪ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় হাম্বানটোটা বাংলা টাইগার্স।
পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকা বাংলা টাইগার্স প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় সুযোগে ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে এলিমেনেটর জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসেছিল গল। বাংলা টাইগার্সের একাদশে সাব্বির না থাকলেও মোসাদ্দেক ছিলেন।
আগে ব্যাট করা গলের শুরুটা ভালো হয়নি এদিন। ৬ রানের মধ্যেই দুই ওপেনার সান্দুন ভিরাক্কোদি (৬) এবং ভানুকা রাজাপাকসের উইকেট হারায়। বেশিক্ষণ টেকেননি ইংলিশ তারকা অ্যালেক্স হেলসও (৫)। ৪ বলে ১২ রান করা লাহিরু উদারাও অনুসরণ করেন হেলসকে।
আগের কয়েক ম্যাচে ভালো খেলা সাকিব ক্রিজে এসে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ৯ বলেই থামে তার ইনিংস। আউট হওয়ার আগে ১২ রান করেন সাকিব।
এদিন গল লড়াইয়ের পুঁজি পায় মোভিন সুবাসিংহের ব্যাটে। ১৪ বলে ২ চার ও ৩ ছয়ে ৩২ রান করেন এই লঙ্কান। নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে গল।
লক্ষ্য তাড়া করতে নেমে সপ্তম ওভারেই জয় পেয়ে যায় বাংলা টাইগার্স। শেষ ৪ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ২১ রান। এক ওভারেই এই রান দেন গলের স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।
বাংলা টাইগার্সের হয়ে ১৭ বলে ৪ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন শেভন ড্যানিয়েল। কুশল পেরেরা ১০ বলে ২২ এবং দাসুন শানাকা ৮ বলে ২০ রান করেন। ফাইনালে জ্বলে উঠতে পারেননি মোসাদ্দেক। ২ বলে ৪ রান করেই আউট হয়ে যান তিনি।
গলের হয়ে মহেশ থিকসানা ৩টি, জহুর খান ২টি এবং জয়াসুরুয়া ১টি উইকেট শিকার করেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে জাফনা টাইটান্সের মুখোমুখি হবে বাংলা টাইগার্স।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com