গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বোতাম তৈরি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
রোববার বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে ‘এম অ্যান্ড ইউ ট্রিমস’ কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান।
বেলা ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতর থেকে একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে। মুহুর্তেই বেশ কয়েকটি ড্রাম বিস্ফোরণ হয়। কারখানার লোকজন এসময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।
আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন জানান।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
বাংলাদেশ গ্লোবাল/জেএস
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com