ঢাকা      বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
শিরোনাম

'সাভারে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, অর্থদণ্ড প্রদান'

IMG
24 December 2024, 10:10 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আজ ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনটি স্পটে অভিযান পরিচালনা করে প্রায় ১.৫ কি.মি. লাইন অপসারণ করা হয়েছে এবং ০১টি শিল্প ও ৪০০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অবৈধ গ্যাস সংযোগের বিপরীতে দৈনিক ৬৭,২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে, দৈনিক ভিত্তিতে যার আর্থিক মূল্য ৪৪,৬৭০/- টাকা।

অভিযানকালে প্রায় ১৫০০ মিটার জিআই পাইপ, ১৫টি রেগুলেটর জব্দ করা হয়েছে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে 'কে এস ফ্যাশন এন্ড ওয়াশিং কারখানা' কে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন