ঢাকা      বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
শিরোনাম
  • এখনো নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন
  • বাংলাদেশ গ্লোবালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইলে +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭৪০-৬৪২৯৩০ নম্বরে যোগাযোগ করুন।
  • বাংলাদেশ গ্লোবালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।

মেট্রোকে আবার হারিয়ে জাতীয় লিগের চ্যাম্পিয়ন রংপুর

IMG
25 December 2024, 12:47 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দারুণ বোলিং করে ঢাকা মেট্র্রোকে আরেকবার হারালো রংপুর। জাতীয় ক্রিকেট লিগে আগের দেখায় মেট্রোর বিপক্ষে জিতে ফাইনালে উঠেছিল তারা। এবার শিরোপার লড়াইয়েও সফল। টি-টোয়েন্টির এই ক্রিকেট প্রতিযোগিতায় ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হলো রংপুর।

লিগ পর্বে সাত ম্যাচ খেলে অপরাজিত ছিল মেট্রো। কিন্তু শেষ দিকে এসে হার সেই সাফল্য প্রশ্নবিদ্ধ করলো। প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরেছিল তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে লো স্কোরিং ম্যাচ ডিফেন্ড করে ফাইনালে ওঠে ঢাকার দলটি। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ৬২ রান, দ্রুত পাঁচ উইকেট নিলেও অসম্ভাব্য জয়ের দেখা পায়নি। রংপুর ১১.২ ওভারে ৫ উইকেটে ৬৫ রান করে ফেলে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে রংপুরকে ৬৩ রানের লক্ষ্য দেয় মেট্রো। জবাবে খেলতে নেমে রংপুরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মেট্রোর মতো পাওয়ার প্লেতে তারা ৫ উইকেট না হারালেও পড়েছিল চারটি উইকেট। অধিনায়ক আকবর আলী ও নাঈম ইসলাম রানের খাতা না খুলেই আউট হন। ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৯) ও আব্দুল্লাহ আল মামুন (২) আউট হন দ্রুত।

১৪ থেকে ১৮ রান করতেই প্রথম চার উইকেট হারায় রংপুর। তানভীর হায়দার ও আরিফুল হক মিলে ২৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু রাকিবুলের বলে আলিসকে ক্যাচ দিয়ে ১৪ রানে আরিফুল বিদায় নিলে জুটি ভাঙে। এরপর বাকি পথটা অনায়াসেই পাড়ি দেন তানভীর ও আনামুল হক আনাম। দুইজনের অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ১২তম ওভারে জিতে যায় রংপুর। তানভীর ৮ ও আনামুল ১৪ রানে অপরাজিত থাকেন। মেট্রোর বোলারদের মধ্যে আলিস সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ঢাকা মেট্রো। কিন্তু মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর বোলিং তোপে পাওয়ার প্লেতেই ১৬ রানে ৫ উইকেট হারায় তারা। ড্রেসিংরুম থেকে মাঠে আসা যাওয়ার মিছিলে মেট্রোর দুই ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি খেলেন ১৩ রানের ইনিংস। অতিরিক্ত খাত থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ১১ রান। মেট্রো অধিনায়ক ও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ এদিন শূন্যতে আউট হয়েছেন। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুগ্ধ ও আলাউদ্দিন। এদিন ১৯তম উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ বোলার হন আলাউদ্দিন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন