ঢাকা      শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
শিরোনাম

হামাসের প্রতিনিধি দলের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

IMG
29 December 2024, 4:13 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গাজায় যুদ্ধ অবসানে একটি 'স্পষ্ট ও ব্যাপক' চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি সিনিয়র কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে হামাসের একটি দলের সঙ্গে বৈঠক করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। সেই সঙ্গে এই অঞ্চলে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি স্পষ্ট ও বিস্তৃত চুক্তি নিশ্চিত করার প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর হামাসের সঙ্গে আলোচনায় 'গতি' ফিরছে বলে আশাবাদ ব্যক্ত করেন কাতারের প্রধানমন্ত্রী।

সম্প্রতি দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর আমরা বুঝতে পেরেছি যে, গতি ফিরে আসছে। প্রেসিডেন্ট অফিসে আসার আগেই নতুন ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য অনেক উৎসাহ দিয়েছেন।

এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের সঙ্গে উপসাগরীয় রাষ্ট্র আরব আমিরাত গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য কয়েক মাস ধরে আলোচনা করেও ব্যর্থ হয়েছে।

নভেম্বরে দোহা ঘোষণা করেছিল, তারা এই মধ্যস্থতা স্থগিত করেছে। তবে বলেছিল, হামাস এবং ইসরায়েল 'ইচ্ছা ও গুরুত্ব' দেখালে আলোচনা আবার শুরু হবে।

যদিও কাতার এই মাসেও পরোক্ষ আলোচনার আয়োজন করে। হামাস এবং ইসরায়েল উভয়ই আলোচনায় অগ্রগতির কথা জানায়। আবার একে অপরকে আলোচনার পথ অবরোধ করার জন্যও অভিযুক্ত করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন