ঢাকা      মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
শিরোনাম

আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

IMG
03 January 2025, 2:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আজ সাপ্তাহিক ছুটির দিনও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। এতে নগরীর বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি রয়েছে। বায়ুর গুণমান সূচক (একিউআই) এমন তথ্যই বলছে। অথচ আজ রাজধানীতে বায়ুদূষণের জন্য দায়ী যানবাহনের চলাচল অনেকটা কম। ছুটির দিন হওয়ায় কলকারখানাও বন্ধ রয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১৮৮। এতে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় সপ্তমে উঠে এসেছে জনাকীর্ণ এই শহর।

ঢাকার বায়ুদূষণের স্থানীয় উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার ধোঁয়া, নির্মাণ কাজের দূষণ, আশপাশের ইট ভাটার ধোঁয়া। একিউআই স্কোর অনুসারে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার দূষণের মান ৫০ থেকে ১০০ হলে সেটাকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়। এতে স্পর্শকাতর ব্যক্তিদের দীর্ঘ সময়ে ঘরের বাইরে থাকতে বারণ করা হয়েছে।

আর বাতাসে দূষণের মান ১০১ থেকে ১৫০ হলে তা ‘স্পর্শকাতর মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে ধরে নেওয়া হয়। ১৫০ থেকে ২০০ হলে সেই বায়ু অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর বায়ু। ৩০১ ছাড়িয়ে গেলে সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, যাতে বাসিন্দাদের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

দূষিত শহরের তালিকায় ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের লাহোর এবং ভারতের রাজধানী নয়াদিল্লি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। তাদের দূষণের স্কোর যথাক্রমে ২৫৪, ২৪৮ ও ২২২।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন