ঢাকা      বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
শিরোনাম

কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় প্রত্যয়ন

IMG
07 January 2025, 4:10 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওয়াশিংটনের ইউএস ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে প্রত্যয়ন করা হয়েছে। নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের প্রতিটির ইলেক্টোরাল ফলাফল গণনা পরিচালনা করেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কমলা হ্যারিস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অধিবেশনে উপস্থিত ছিলেন। ইলেক্টোরাল কলেজের ভোট নিশ্চিত করার পর রিপাবলিকানরা তাকে অভিনন্দন জানান। চার বছর আগে ২০২০ সালের নির্বাচনের ফলাফল প্রত্যয়িত করার সময় ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা করেন। ঐ হামলায় ১৪০ জনের মত পুলিশ কর্মী আহত হয় এবং আইনপ্রণেতারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।

ক্যাপিটল ভবন হামলার দায়ে ১ হাজার ৫০০০-এরও বেশি লোককে অভিযুক্ত করা হয়েছে। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ক্ষমতা নেয়ার পর তাদের দ্রুত ক্ষমা ঘোষণা করার অঙ্গীকার করেছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন