ঢাকা      বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
শিরোনাম

ঢাকার ৫ স্থানে বেশি বায়ু দূষণ আজ

IMG
08 January 2025, 11:12 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বের ১২৫ নগরীর মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২০৪। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউএয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। আর বিশ্বে বায়ুদূষণে ২৫০ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভিয়েতনামের হ্যানয়।

আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১১৫, রাজশাহীতে ১৬৮ আর খুলনায় ১৭৩। ঢাকা ও আশপাশের পাঁচ সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (২৫৩), মহাখালীর আইসিডিডিআরবির ভবন (২৫০), কল্যাণপুর (২৩৮) ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৩৮) এবং গ্রেস ইন্টার‌ন্যাশনাল স্কুল (২৩৫)।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন