ঢাকা      বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
শিরোনাম

তালেবানের সঙ্গে ভারতের কুটনৈতিক সংযোগ বৃদ্ধি

IMG
09 January 2025, 9:58 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারত তালেবান শাসিত আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রম প্রকল্পের ব্যাপারে দেশটিকে সহযোগিতা করতে প্রতিশ্রুতি দিয়েছে। আফগানিস্তান বহু বছর ধরে ধ্বংসাত্মক যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন। সংযুক্ত আরব আমিরাতে বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ও তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। দু’টি দেশই তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক মজবুত করতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মধ্যে বৈঠকের পর জানায়, ‘‘মিশ্রী বলেছেন নয়াদিল্লি আফগান জনগণের জরুরি উন্নয়নমূলক প্রয়োজনে সাড়া দিতে প্রস্তুত”।

বৈঠকের পর এক ঘোষণায় তালেবান বলে যে, দুই পক্ষ ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে। আফগানিস্তানে অবিরতভাবে মানবিক সহায়তা প্রদানের জন্য মুত্তাকি নয়াদিল্লির প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। আর ভারতীয় বিবৃতিতে বলা হয়, ‘‘উন্নয়নমূলক কার্যক্রমের জন্য বর্তমান প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয় যে, চলমান মানবিক সহযোগিতা কর্মসূচি ছাড়াও নিকট ভবিষ্যতে ভারত উন্নয়ন প্রকল্পে নিজেকে সম্পৃক্ত করার বিষয়টি বিবেচনা করবে”।

বিবৃতিতে আরও বলা হয়, তালেবানের অনুরোধে সাড়া দিয়ে নয়াদিল্লি আফগানিস্তানে শরণার্থীদের পুনর্বাসন এবং স্বাস্থ্য ক্ষেত্রে আরও বস্তুগত সহায়তা প্রদানে সম্মত হয়েছে। আফগান প্রতিনিধি দল ভারতের নিরাপত্তা বিষয়ক উদ্বেগে তাদের সংবেদনশীলতাকে তুলে ধরেন। ভারতের মন্ত্রণালয় বলেছে, উভয় দেশই বিভিন্ন স্তরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখতে সম্মত হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন