ঢাকা      শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
শিরোনাম

মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

IMG
09 January 2025, 10:31 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সৌদি আরবে গত কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে। বন্যার কারণে মুসলমানদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। মক্কা ও মদিনার অবস্থান সৌদি আরবের পশ্চিমাঞ্চলে। এনসিএম-এর কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলও বন্যার পানিতে ডুবে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবের বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে, বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এছাড়া বিভিন্ন ভবনের একতলার প্রায় অর্ধেক ডুবে গেছে।

বন্যার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দেশটির রাজধানী রিয়াদ, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ আসির এবং জাজানে। পাশাপাশি জনগণের উদ্দেশে সতর্ক থাকার আহবান জানিয়ে বলা হয়েছে, তারা যেন সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করেন। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করা হয়েছে এনসিএম-এর সর্বশেষ পূর্বাভাসে।

বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি আরবের দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্ট। দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের বিবৃতিতে জনগণকে সতর্ক করে বলা হয়েছে, তারা যেন নিচু এলাকা এবং বন্যার পানি জমতে পারে— এমন সব এলাকা এড়িয়ে চলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন