ঢাকা      শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
শিরোনাম

অল্প দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

IMG
09 January 2025, 9:05 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত ‘রাজবন্দীর জবানবন্দী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ। কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া। যেখানে যা চেয়েছে, তাই পেয়েছে বিএনপি।

নতুন করে ক্ষমতায় টিকে থাকার জন্য অশুভ প্রতিযোগিতা তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছি না। ঐক্যের জায়গা ধরে রাখতে পারছি না। আগেতো বিষয়টা সেটেলড হতে হবে। সংস্কারের কথা তারা বলে, সংস্কার তো বিএনপি আগে শুরু করেছে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের পরে ৭ আগস্ট বেগম জিয়া বলেছিলেন, ধৈর্য ধরতে হবে, কোনো প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না। এই বিষয়গুলো ধারণ করতে হবে। গণঅভ্যুত্থানে ত্যাগের পরও বিভক্তির রাজনীতি না করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশকে বাঁচাতে ঐক্য ধরে রাখতে হবে। সংস্কারের পেছনে সবচেয়ে বড় শক্তি প্রয়োজন, তা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। কিছু মানুষ কেন যেন ডেস্পারেট দেশ ও দেশের মানুষকে বিভক্ত করতে। এই বিভক্তির মধ্যে না যেতে দেশের মানুষ ও দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন