ঢাকা      শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
শিরোনাম

জর্জিয়ায় চিরনিদ্রায় শায়িত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

IMG
10 January 2025, 10:52 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রীয় শেষকৃত্যের পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মরদেহ তার নিজের রাজ্য জর্জিয়ায় ফিরিয়ে নেওয়া হয়। সেখানে তাকে তার স্ত্রী রোজালিন কার্টারের পাশে একটি পারিবারিক কবরে সমাহিত করা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে জাতীয় শোক দিবস পালিত হয়। দেশটির ৩৯ তম প্রেসিডেন্টের রাষ্ট্রীয় শেষকৃত্যে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে তার জীবিত পাঁচজন প্রেসিডেন্সিয়াল উত্তরসূরী- বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন অংশ নেন। অনুষ্ঠানে বাইডেন একটি শোকবার্তা পাঠ করেন।

মঙ্গলবার থেকে ইউএস ক্যাপিটলে পতাকা মোড়ানো কফিনে চিরনিদ্রায় শায়িত ছিলেন কার্টার। শোকার্ত জনতা তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গত সপ্তাহে ১০০ বছর বয়সে মারা যান জিমি কার্টার। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী সাবেক প্রেসিডেন্ট। তার স্ত্রী রোজালিন কার্টার ২০২৩ সালের শেষ দিকে মারা যান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন