ঢাকা      শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
শিরোনাম

'মাইনাস টু ফর্মুলা' অকার্যকর: মির্জা আব্বাস

IMG
11 January 2025, 5:37 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: 'মাইনাস টু ফর্মুলা' অকার্যকর। যে যতই চেষ্টা করুক, এটি অকার্যকরই থাকবে। লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হিথ্রো বিমানববন্দরে পৌঁছে সাংবাদিকেদের এই কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানববন্দরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুক্তরাজ্য বিনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ।

মির্জা আব্বাস বলেন , খালেদা জিয়া চিকিৎসারত আছেন। তাই তাকে দেখতে এসেছি। এটি আমার দায়িত্ব। লন্ডনে কতোদিন থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কতোদিন থাকবো তা বলা মুশকিল। এটি ম্যাডামের চিকিৎসার উপর নির্ভর করবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন