ঢাকা      রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
শিরোনাম

নোয়াখালী হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

IMG
12 January 2025, 10:26 AM

নোয়াখালী, বাংলাদেশ গ্লোবাল: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শহরের হকার্স মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বিশাদ ও ফয়জুল জাহান জানান, রাতে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও বোঝা যাচ্ছে না।

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫টির বেশি দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, এর সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে। মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ইয়াছিন মোল্লা সাংবাদিকদের জানান, ‘হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ৫টি টিম পৌঁছায়। ফায়ার সার্ভিসের আরও কয়েকটি টিম সেখানে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন