ঢাকা      রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
শিরোনাম

ভাইবোন ও কাজী নাবিলকে নিয়ে বিশ্বকাপ ফ্রি দেখেছেন টিউলিপ

IMG
12 January 2025, 10:49 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক বিনামূল্যে স্টেডিয়ামে বসে ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের দু’টি ম্যাচ উপভোগ করেছেন। খেলা দেখার সময় সঙ্গে তার ভাই-বোনও ছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য তাদের সঙ্গে ছিলেন। শনিবার (১১ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি)। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

২০১৯ সালে যুক্তরাজ্যে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করা হয়েছিল। টেলিগ্রাফের হাতে আসা একটি ছবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ওই বিশ্বকাপের একটি ম্যাচে দর্শক হিসেবে টিউলিপকে দেখা গেছে। এ সময় টিউলিপের সঙ্গে ছিলেন তার ভাই–বোন ও আওয়ামী লীগ থেকে নির্বাচিত তৎকালীন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নাবিল আহমেদ। ৫ আগস্টের পর তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

সরকারি নথিপত্রের বরাতে টেলিগ্রাফ-এর খবরে বলা হয়েছে, স্টেডিয়ামে বসে ২০১৯ সালের বিশ্বকাপের দু’টি ক্রিকেট ম্যাচ দেখেছিলেন লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট এলাকার এমপি টিউলিপ সিদ্দিক। দুপুরের খাবারসহ প্রতিটি ম্যাচের টিকিটের দাম ছিল ৩৫৮ দশমিক ৮০ পাউন্ড (প্রায় সাড়ে ৫৩ হাজার টাকা)। ২০১৯ সালের ৫ জুন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচ ও এক মাস পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্য লর্ডসে অনুষ্ঠিত ম্যাচটি দেখেন টিউলিপ ও অন্যরা। যেগুলোর জন্য কোনো অর্থ পরিশোধ করেননি টিউলিপ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন