পঞ্চগড়, বাংলাদেশ গ্লোবাল: পৌষের শেষদিকে শীতে দুই রকমের তাপমাত্রায় বিপাকে পড়েছেন পঞ্চগেড়ের মানুষ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত খুবই ঠান্ডা আর সকালে ঝকঝকে রোদ। দিনের বাড়তি তাপমাত্রায় গায়ে গরম কাপড় রাখা যায় না। আর রাতে গরম কাপড় ছাড়া বাইরে থাকার উপায় নেই। তবে তাপমাত্রা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেও দেখছেন তারা। কেননা, তাতে দিনের অনেকটা সময় উষ্ণতায় থাকতে পারবেন তারা।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ সাংবাদিকদের জানান, আজ রোববার সকাল ৬টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই তাপমাত্রা রেকর্ড করা হয় সকাল ৯টায়ও।
তিনি আরও বলেন, রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১১ জানুয়ারি ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৬টায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com