ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আন্তর্জাতিক সংকট অমীমাংসিত রয়ে যাওয়া সত্ত্বেও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন পররাষ্ট্র নীতিতে তাঁর সাফল্য তুলে ধরার লক্ষ্যে সোমবার বলেন যে, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চার বছর আগে তিনি ক্ষমতা নেয়ার আগের চেয়ে দুর্বল। নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের এক সপ্তাহ আগে বাইডেন স্টেট ডিপার্টমেন্টে দেয়া এক ভাষণে, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনকে এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলকে দেয়া তার প্রশাসনের সমর্থন ফলাও করে তুলে ধরেন।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র “বিশ্বব্যাপী প্রতিযোগিতায় জয়ী” হচ্ছে এবং অর্থনৈতিকভাবে চীন তাদের টপকাতে পারবে না, যা পূর্বাভাস করা হয়েছিল। অন্যদিকে, রাশিয়া এবং ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “চার বছর আগের তুলনায়, আমেরিকা আরও শক্তিশালী, আমাদের জোটগুলো আরও শক্তিশালী, আমাদের প্রতিপক্ষ ও প্রতিযোগীরা আরও দুর্বল। এসব করতে আমরা কোন যুদ্ধ করিনি।”
ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে যদিও যুদ্ধ চলছে, তবে মার্কিন কর্মকর্তারা আশা করছেন, আগামী ২০ জানুয়ারি বাইডেন হোয়াইট হাউস ত্যাগ করার আগেই ইসরাইল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে একটি চুক্তির আয়োজন করা যাবে। বাইডেন বলেন, হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে লড়াই বন্ধ করে মানবিক সাহায্য নিশ্চিত করার লক্ষ্যে আলোচকরা একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি আরও বলেন, “এতো নিরপরাধ মানুষ নিহত হয়েছে, এতো সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে, শান্তি ফিলিস্তিনি জনগণের প্রাপ্য,।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com