ঢাকা      শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
শিরোনাম

ঘুষের দিকে হাত বাড়ালে তা ভেঙে অবশ করে দেওয়া হবে: ডা. শফিক

IMG
17 January 2025, 11:47 AM

মাগুরা, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, এদেশে মানুষ বিচার পায় না। ঘুষের রমরমা বাণিজ্য হয়। কিন্তু আমরা এমন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে চাই, যেখানে রাষ্ট্রের কোনো বিচারক, কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষের টাকায় হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে না। কেউ ঘুষের দিকে হাত বাড়ালে সেই হাত ভেঙে অবশ করে দেওয়া হবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাগুরার নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পেলে মানবিক সরকার গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

ঘুষ আর দুর্নীতিমুক্ত দেশ গঠনের কথা জানিয়ে জামায়াতের আমির বলেন, আমরা এমন একটা দেশ চাই- যেখনে সাংবাদিকরা নির্ভয়ে বলবে তুমি কালো, তুমি সাদা। আমরা সেই স্বাধীনতা নিশ্চিত করতে চাই। ঘুষ ও দুর্নীতি দুটি-ই সমাজের ক্যানসার। এই ক্যানসার দূর করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ কেউ গড়তে পারবে না।

জামায়াত অতীতে চাঁদাবাজি করেনি দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আপনাদের জানাচ্ছি অতীতে আমরা কখনো চাঁদাবাজি করি নাই। এখন করছি না। ভবিষতেও আমরা করবো না। যদি আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন, কাউকে চাঁদাবাজি করতে দেবো না। আমরা দখলবাজি চালাই না, ভবিষতে কাউকে দখলবাজি চালাতে দেওয়া হবে না।

তিনি বলেন,আমাদের দু’জন দায়িত্বশীল মন্ত্রী ছিলেন। কেউ বলতে পারবে না যে, তারা দুই টাকার দুর্নীতি করেছেন। তারা সবার অধিকার সবার হাতে তুলে দিয়েছেন। আমরা যদি আপনাদের ভালবাসায় সিক্ত হই, আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল ও মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পাই, ইনশাআল্লাহ একটি মানবিক দেশ উপহার দেওয়ার চেষ্টা করবো। সেই দেশটা এমন হবে, এই দেশে একজন মা তিনি ঘরের ভেতর থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবে মর্যাদাপ্রাপ্ত।

মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেন, যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবদুল মতিন। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদ বাচ্চু।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন