মুন্সীগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোর ৫টার দিকে মহাসড়কের গজারিয়া অংশে দাউদকান্দি ব্রিজের ওপর কুমিল্লাগামী লেনে একটি গাড়ি বিকল হওয়ার কারণে যানযটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
বাস চালক সাদ্দাম হোসেন সাংবাদিকদের জানান, জামালদি হতে ভাটের চর আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেছে। পিকআপ চালক শরীফ হোসেন জানান, মেঘনা হাসঁ পয়েন্ট হতে যানজট পেয়েছি। কী কারণে যানজট তা জানি না।
এ বিষয়ে গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশর ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বিকল হওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীর গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com