ঢাকা      শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
শিরোনাম

সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে আটক একজন

IMG
17 January 2025, 12:41 PM

এন্টারটেইনমেন্ট, বাংলাদেশ গ্লোবাল: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযুক্তকে শেষবার বান্দ্রা রেল স্টেশনের কাছে দেখা গিয়েছিল। তাকে ধরতে তল্লাশি চলছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এরপর স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১১টার দিকে ধরা পড়ে সেই ব্যক্তি। এএনআই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে। এতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি থেকে নামিয়ে থানায় নেওয়া হচ্ছে অভিষুক্তকে।

মুম্বাই পুলিশের ডিসিপি জানিয়েছেন, আপাতত আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অনুমান করেছিল, ঘটনার পর সকালের প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই ভিরারের দিকে রওনা দেযন ওই ব্যক্তি। ভাসাই, নালাসোপারা ও ভিরার এলাকা জুড়ে তল্লাশি চালানো শুরু করে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ জানিয়েছেম তারা সাইফের পিঠ থেকে বের করা ছুরির অংশটি হাতে পেয়েছে। ওই ছুরির বাদবাকিটা কোথায়, তা খোঁজা হচ্ছে। এবং সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

আর লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইফের পরিবার ও চিকিৎসকরা শুক্রবারই অভিনেতাকে আইসিইউ থেকে স্বাভাবিক ওয়ার্ডে নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে, বৃহস্পতিবার বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। ঘটনাটি ঘটেছিল যখন একজন অনুপ্রবেশকারী তাঁর বাড়িতে, ছোট ছেলে জেহর ঘরে, অভিনেতার পরিচারিকার মুখোমুখি হয় বলে অভিযোগ। সাইফ হস্তক্ষেপ করে সেই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে ছুরি দিয়ে আক্রমণ চালায়। সাইফের গোটা শরীরে ৬ বার ছুরিকাঘাত করা হয়।

অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে সাইফকে তৎক্ষণাৎ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ছুরির আঘাতের কারণে সাইফের মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। মেরুদণ্ড থেকে ২.৫ ইঞ্চি লম্বা ছুরি বের করে তার 'ফুটো হওয়া মেরুদণ্ড' মেরামত করার জন্য অস্ত্রোপচার করা হয়। সাইফ 'শঙ্কামুক্ত' হলেও চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে তিনি ধীরে ধীরে বর্তমানে সুস্থ হয়ে উঠছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন