ঢাকা      শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
শিরোনাম

পুতিনের সঙ্গে চুক্তি করতে মস্কোতে ইরানের প্রেসিডেন্ট

IMG
18 January 2025, 2:00 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার মস্কোতে পৌঁছেছেন। তিনি সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করবেন। এই বিষয়টি সম্ভবত পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করবে। গত জুলাই মাসে প্রেসিডেন্ট পদে জয়লাভের পর ক্রেমলিনে পেজেকশিয়ান তাঁর এই প্রথম সফরে চুক্তিটি সই করার আগেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার আগে ক্রেমলিন তেহরানের সঙ্গে বরাবরের ঘনিষ্ঠ সম্পর্ককে স্বাগত জানায়।

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “ ইরান আমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার, যাদের সঙ্গে আমরা বহুমুখী সহযোগিতা গড়ে তুলছি”। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ইরান এবং উত্তর কোরিয়ার মতো যে সব দেশ যুক্তরাষ্টের প্রতি বৈরি ভাবাপন্ন, তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে এবং ইতোমধ্যে পিয়ংইয়ং, বেলারুশ ও চীনের সঙ্গে কৌশলগত চুক্তি ও অংশীদারিত্ব স্থাপন করেছে।

মিন্স্ক ও পিয়ংইয়ং-এর সঙ্গে সম্পাদিত চুক্তিতে যেমন পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, ২০ বছর মেয়াদের রাশিয়া-ইরান চুক্তিতে তেমনটি থাকবে বলে মনে হচ্ছে না। তবুও এই চুক্তি পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করতে পারে, কারণ উভয়কেই বিশ্বে ক্ষতিকর প্রভাব বিস্তারকারি দেশ হিসেবে দেখা হয়। অবশ্য মস্কো ও তেহরান বলছে, তাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক কোন দেশের বিরদ্ধে নয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন