ঢাকা      শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
শিরোনাম

অভিষেকের আগে শি জিনপিংকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প

IMG
18 January 2025, 2:06 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে ফোনালাপ করেছেন। এর ঠিক কয়েক ঘন্টা আগে, চীন ঘোষণা করে যে, তারা সোমবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে ওয়াশিংটনে পাঠাচ্ছে। ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম “ট্রুথ সোশ্যাল” -এ এই ফোনালাপকে যুক্তরাষ্ট্র ও চীনের জন্য “খুব ভালো” বলে অভিহিত করেন এবং বলেন যে, তাঁরা বাণিজ্যিক ভারসাম্য, ফেন্টানিল, টিকটক ও “আরও অনেক বিষয়”-এ আলোচনা করেন।

ট্রাম্প ওই পোস্টে লেখেন, “এটি আমার আশা যে, আমরা একত্রে বহু সমস্যার সমাধান করতে পারবো এবং তা অবিলম্বে শুরু হবে। এই পৃথিবীকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করার জন্য শি জিনপিং এবং আমি সাধ্যমত সবকিছু করবো”।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ফোনালাপের সময়ে ট্রাম্পকে তাঁর নির্বাচনী বিজয়ের জন্য শি জিনপিং শুভেচ্ছা জানান এবং আগামী চার বছর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উন্নয়নের বিষয়ে তাঁর এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের গভীর প্রত্যাশা রয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভিতে প্রকাশিত শি জিনপিং-এর বক্তব্যে বলা হয়, “আমরা উভয়ই আমাদের মধ্যে আলাপকে খুব গুরুত্ব দিচ্ছি, আমরা উভয়ই আশা করছি, আমেরিকার প্রেসিডেন্টের এই নতুন মেয়াদে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সূচনা হবে শুভ এবং আমরা উভয়ই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই, যাতে নতুন করে এই সূচনা পর্ব থেকে আমরা আরও অগ্রগতি সাধন করতে পারি।”

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন