ঢাকা      সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
শিরোনাম

অস্ত্র মামলায় গিয়াস উদ্দিন আল মামুন খালাস

IMG
20 January 2025, 6:38 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপিপন্থী ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে অস্ত্র মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ২০০৭ সালের জুলাই মাসে তাকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের রায়ও বাতিল করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার মো. সাব্বির হামজা চৌধুরী।

সাব্বির হামজা চৌধুরী সাংবাদিকদের জানান, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। ২০০৭ সালের ৩০ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি। একই বছরের ২৬ মার্চ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। এ মামলায় ৩ জুলাই বিচারিক আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয়। ওই আপিলের শুনানি নিয়ে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন