ঢাকা      সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
শিরোনাম

দুর্বার রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

IMG
20 January 2025, 6:58 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিপিএলের মাঝপথে অধিনায়ক পাল্টানো নতুন কিছু নয়। অতীতেও এমন হয়েছে, হলো এবারও। এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি রাজশাহী অধিনায়ক বিজয়।

বিজ্ঞপ্তিতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন মনোযোগ আরও বাড়াতে পারেন, সে জন্যই বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে। এছাড়া দলীয় সূত্র থেকে জানা গেছে, আগে থেকেই রাজশাহীর পরিকল্পনা ছিল টুর্নামেন্টের এক পর্যায়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। দলটির ম্যানেজমেন্ট মনে করছে, সেই দায়িত্বটি তাসকিনকে এখন দেওয়া যেতে পারে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন