ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মেডিকেলে ভর্তি পরীক্ষায় থাকা কোটা বাতিল, এমবিবিএস ভর্তিতে গতকাল প্রকাশিত ফলাফল বাতিল করে আবার প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজসহ কয়েকটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
গতকাল রাতের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকাল থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দুপুরের দিকে তাঁরা শহীদ মিনার ছেড়ে যান। বিকেল তিনটার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে আজ রাত আটটার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে আবার প্রকাশের দাবি জানানো হয়।
এর আগে, সমাবেশে অবিলম্বে মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ও পোষ্য কোটাসহ সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল এবং মেডিকেলের এই ফলাফল বাতিল ও ফল পুনঃ প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। আজকের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলসহ পুনঃ প্রকাশের দাবিও জানানো হয় সমাবেশে। সমাবেশে তাঁরা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো, করতে হবে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মেডিকেলের ফলাফল, পুনঃ প্রকাশ করতে হবে’ ইত্যাদি শ্লোগান দেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com