ঢাকা      বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
শিরোনাম

প্রধান উপদেষ্টা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রিত

IMG
22 January 2025, 2:12 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে গতকাল মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রদূত হিউসজেন প্রধান উপদেষ্টাকে আগামী ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে তারা জুলাই বিপ্লব, প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুয়া তথ্য প্রচারের বিষয় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত হিউসজেন বলেন, বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও অপতথ্য প্রচারের জন্য ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে।

তিনি পরামর্শ দেন- বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে অনলাইন প্ল্যাটফর্মের কনটেন্ট যাচাইয়ের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন