নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মেনজিস অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া) চার্লস ওয়াইলির সাক্ষাৎ হয়েছে। মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই সফরে তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com