স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান তোলে তারা। জবাবে স্বাগতিকরা ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১-এ সমতা আনলো সফরকারীরা।
রানের হিসাবে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। আগের কীর্তিটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বছরের ডিসেম্বরে কিংসটাউনে ক্যারিবীয়দের ৮০ রানে হারিয়েছিল তারা।
সব মিলিয়ে এই সংস্করণে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের নজির এটি। রানের হিসাবে তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি হয়েছিল ২০২১ সালের অক্টোবরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানে জিতেছিল বাংলাদেশ।
দেশের বাইরে এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দলকে টি-টোয়েন্টিতে একশর নিচে অলআউট করলো টাইগাররা। অতীতে নিউজিল্যান্ড (দু'বার), অস্ট্রেলিয়া (একবার) ও আফগানিস্তানকে (দু'বার) তিন অঙ্ক ছোঁয়ার আগেই থামিয়েছিল তারা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল ঘরের মাঠে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
লঙ্কানদের মাত্র দুই ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেন। ওপেনার পাথুম নিসাঙ্কা সর্বোচ্চ ৩২ রান করেন ২৯ বল খেলে। ছয় নম্বরে নামা দাসুন শানাকার ব্যাট থেকে আসে ১৬ বলে ২০ রান। ৩০ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৩১ বলে ৪১ রান।
নিসাঙ্কাকে স্টাম্পড করিয়ে ওই জুটি ভাঙা রিশাদ বাংলাদেশের সফলতম বোলার। এই লেগ স্পিনার ৩.২ ওভারে ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। একাদশে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ১২ রানে পান ২ উইকেট।
পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন সমান সংখ্যক উইকেট শিকার করেন ২১ রানে। এছাড়া মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন। বাকিটি রান আউট।
এর আগে, ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১৭৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের ৫০ বলে ৭৬ রানে ৭ উইকেটে ১৭৭ রান তোলে টাইগাররা।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com