ঢাকা      রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

তিমুর লেস্তের জালে বাংলাদেশের ৮ গোল

IMG
08 August 2025, 7:32 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দাপুটে পারফরম্যান্সে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার 'এইচ' গ্রুপের ম্যাচে ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে তিমুর লেস্তের বিপক্ষে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে পিটার বাটলারের দল। হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড তৃষ্ণা রানী সরকার। বাংলাদেশের বাকি গোলদাতারা হলেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরন খাতুন, মোসাম্মৎ সাগরিকা ও মুনকি আক্তার।

গত বুধবার স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। আগামী রোববার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এই গ্রুপের ফেভারিট দল দক্ষিণ কোরিয়া।

বেশ কিছু সুযোগ নষ্টের পর ২০ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নারে হেড করে লক্ষ্যভেদ করেন ফাঁকায় থাকা শিখা। ৩৩ মিনিটে নজরকাড়া অলিম্পিক গোলে ব্যবধান বাড়ান শান্তি। তার কর্নারে কারও ছোঁয়া ছাড়াই বল তিমুরের দূরের পোস্টে লেগে জালে জড়ায়। তিন মিনিট পর শান্তির আরেকটি কর্নারে মাথা ছুঁইয়ে জালে পাঠিয়ে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দেন নবীরন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন তৃষ্ণা। স্বপ্নার উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ডানদিক থেকে সাগরিকা করেন কাটব্যাক। এরপর অনায়াসে নিশানা ভেদ করে উল্লাসে মাতেন তৃষ্ণা।

দ্বিতীয়ার্ধেও একই তালে খেলে তিমুরকে ধসিয়ে দেয় বাটলারের শিষ্যরা। ৫৭ মিনিটে গোলমুখে শিখার শট প্রতিপক্ষের গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। ৭৩ মিনিটে শিখার থ্রু পাস ধরে জাল কাঁপান আগের ম্যাচে জোড়া গোল করা সাগরিকা। এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে স্কোরলাইন ৬-০ করেন তিনি।

৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। বামদিক থেকে সাগরিকার ক্রসে আলতো টোকায় গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তিমুরের জালে আরেকবার বল পাঠায় বাংলাদেশ। ডি-বক্সে জটলার মধ্যে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মুনকি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন