ঢাকা      বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরি, ১৬ বাংলাদেশিসহ আটক ১৯

IMG
14 August 2025, 11:13 AM

আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশিসহ ১৯ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার (১১ আগস্ট) খুচরা দোকান থেকে তাদের আটক করা হয়। জেআইএম বলছে, খুচরা দোকানে আটককৃতরা ই-পিএলকেএস স্লিপ পরিবর্তন এবং মুদ্রণের কাজ করতেন। তামান মালুরির আশেপাশে চারটি স্থানে এই বিশেষ অভিযান চালানো হয়। পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এই বিশেষ অভিযানে অংশ নেন।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, অভিযানের আগে দুই সপ্তাহ ধরে জনসাধারণের তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ১৮ থেকে ৪৩ বছর বয়সী ১৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি এবং তিনজন মিয়ানমারের নাগরিক। তারা এক বছর ধরে জাল ভিসা তৈরির কাজ করে আসছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, পাসপোর্ট অনুসারে পরিবর্তিত একটি ই-পিএলকেএস স্লিপ প্রিন্ট করার জন্য ১০০ রিঙ্গিত ফি নেওয়া হতো। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুই বাংলাদেশি মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছিলেন। এছাড়া ১৪ জন বাংলাদেশি এবং তিনজন মিয়ানমার নাগরিকের মালয়েশিয়ায় থাকার জন্য কোনও ভ্রমণ নথি বা বৈধ পাস ছিল না।

অপারেশন টিম অবৈধ কার্যকলাপ থেকে অর্জিত অর্থের মোট নগদ ১১,৩৫৭ রিঙ্গিত, ই-পিএলকেএস স্লিপ, বাংলাদেশি পাসপোর্টের তিনটি কপি, তিনটি ল্যাপটপ, তিনটি প্রিন্টিং মেশিন জব্দ করেছে। এর মধ্যে আরও রয়েছে তিনটি ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা, কোম্পানি কমিশন অফ মালয়েশিয়া (এসএসএম)-এর একটি কপি, কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) লাইসেন্সের একটি কপি এবং দু'টি মোবাইল ফোন।

আটককৃতদের পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(৪) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩)-এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন