ঢাকা      বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক নিহত

IMG
14 August 2025, 2:55 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বনানীতে একটি সিসা বার থেকে নামার সময় যুবককে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় নিহত যুবকের নাম রাহাত হোসেন রাব্বি। তিনি মহাখালী এলাকার বাসিন্দা ছিলেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার সাংবাদিকদের জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে। ওসি বলেন, 'রাব্বি সিসা বার থেকে নামছিলেন। এ সময় মুন্না নামে একজনের নেতৃত্বে ছয়-সাতজন তার ওপর হামলা চালায়।'

হামলাকারীরা রাব্বির ডান কনুইয়ে আঘাত করে এবং বাঁ পায়ের উরুতে তিনবার ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন