ঢাকা      বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

IMG
14 August 2025, 3:26 PM

ফরিদপুর, বাংলাদেশ গ্লোবাল: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একজন নারী ও দু'জন পুরুষ নিহত হন এবং আহত হন দুই বাসের অন্তত ১৫ জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারী ও হাসপাতালে নেওয়ার পর দু'জন পুরুষের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন