সাভার, বাংলাদেশ গ্লোবাল: নানা আয়োজনে ঢাকার আশুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াসহ দলটির নেতাকর্মীরা এতে অংশ নেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com