ঢাকা      রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
শিরোনাম

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩

IMG
16 August 2025, 5:59 PM

রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: রাজশাহীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ তিনজনকে আটক করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এতে জানানো হয়, আজ ভোরে রাজশাহীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। অভিযানটি রাত আনুমানিক দেড়টায় শুরু হয়। আটককৃতরা হলেন: মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন এবং মো. ফয়সাল।

অভিযানে ২টি বিদেশি রিভলভার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দুরবিন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকি-টকি সেট, জিপিএস, টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি-বিদেশি মদ, বিস্ফোরণে ব্যবহৃত হতে পারে এমন নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হবে) এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং অভিযান কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন