ঢাকা      রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ইয়ারজান-অর্পিতাদের সামনে সাফের বৃত্ত পূরণের পালা (ভিডিও)

IMG
16 August 2025, 6:16 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গল্পের শুরু ২০১৭ সালে; অনূর্ধ্ব-১৫ সাফ জিতে। সর্বশেষ ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ পর্যায়ে আরেকটি শিরোপার দেখা পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। সব মিলিয়ে আট বছরে সাফের নয়টি ট্রফি। এর মধ্যে শুধু বাদ আছে অনূর্ধ্ব-১৭ সাফ শিরোপাটাই। এবার সেই বৃত্তও পূরণের অপেক্ষা।

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল—এই চার দেশ নিয়ে আগামী ২০ থেকে ৩১ আগস্ট ভুটানের থিম্পুতে হবে অনূর্ধ্ব-১৭ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এক দল অন্য দলের সঙ্গে দু'টি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে ট্রফি।

এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবার তারা নেপালে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে শিরোপা জেতে। এবার ইয়ারজান-অর্পিতাদের লক্ষ্য অনূর্ধ্ব-১৭ পর্যায়ের ট্রফিটাও উঁচিয়ে ধরা। সেই লক্ষ্য নিয়েই গতকাল শুক্রবার ভুটানে গেছে বাংলাদেশ দল।

২০ আগস্ট প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। এক দিন বিরতি দিয়ে ২২ আগস্ট ভারতের সঙ্গে খেলা। ২৪ ও ২৭ আগস্ট এর পরের দুই ম্যাচেই প্রতিপক্ষ নেপাল। ২৯ আগস্ট আবার ভুটানের সঙ্গে দেখা হবে। ৩১ আগস্ট শেষ ম্যাচ ভারতের সঙ্গে।

সবগুলো ম্যাচই হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। এ লক্ষ্যে আজ শনিবার সকালে দেড় ঘণ্টা কঠোর অনুশীলন করেছেন বাংলাদেশের মেয়েরা। স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত বাবেনা গ্রাউন্ডে অনুশীলন করেন তারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন