ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকে ১৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের পানির সেফটি ট্যাংকের ভেতরে বৈদ্যুতিক লাইট দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মো. ফরিদুল ইসলাম (৪০), মো. রাব্বি (১৭) মো: লিটন (৩৫)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com