ঢাকা      বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
শিরোনাম

সিলেটে ২ লাখ ঘনফুট কালো পাথর জব্দ

IMG
19 August 2025, 11:15 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: এবার সাদা পাথরের পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট কালো পাথর জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার উৎমাছড়া ঘেঁষে অবস্থিত চরার বাজার আদর্শগ্রামে অভিযান চালিয়ে এসব কালো রঙের পাথর জব্দ করা হয়। ৪৮ বিজিবি সিলেটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়।

জানা গেছে, বিজিবির উৎমা বিওপি সংলগ্ন উৎমাছড়া নদী থেকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে পাথর মজুত করে আসছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চরার বাজার আদর্শগ্রামে প্রায় দুই লাখ ঘনফুট কালো রঙের পাথর মজুত রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বিজিবির কঠোর নজরদারির কারণে তারা এসব পাথর পাচার করতে ব্যর্থ হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযানের মাধ্যমে উদ্ধার করা পাথরের সঠিক পরিমাপ ও আইনি ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত এসব পাথর উৎমাছড়ায় পুনঃস্থাপন করা হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন