মুন্সীগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় মোটর সাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ওই মোটর সাইকেলে আরোহণ করেছিলেন চার বন্ধু। পরে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে নিমতলা এলাকার মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম সিদ্দিক সাংবাদিকদের জানান, ঢাকাগামী রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটর সাইকেলে চালকসহ চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা মাওয়াগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আওলাদ হোসেন (২৩) ও হাবিল মিয়া (২২) নামের দু’জন মারা যান।
এ সময় স্থানীয়রা আহত কাইয়ুম (২২) ও ইমন (২০) নামের দু’জনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। হতাহতদের বাড়ি সিরাজদিখানের খিলপাড়া গ্রামে বলে জানা গেছে। ওসি মো. আবু নাইম সিদ্দিক জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com