ঢাকা      শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

IMG
22 August 2025, 10:50 AM

যশোর, বাংলাদেশ গ্লোবাল: যশোরের ঝিকরগাছায় এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আবু সাঈদ চার্জশিট জমা দেন। অভিযুক্তরা হলেন: ঝিকরগাছার পটুয়াপাড়ার শরিফুল ইসলামের ছেলে ও গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে ও বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন এবং উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান। চারজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী সাংবাদিকদের জানান, ‘তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বিবরণ যাচাই করে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ মার্চ ভুক্তভোগী ওই নারী তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে বেনাপোল থেকে মনিরামপুরের উদ্দেশে যাত্রা করছিলেন। পথে গদখালী বাজারে ইয়াসিন আরাফাতের সঙ্গে তার পরিচয় হয়। এরপর জাবেদ হোসেনের মোটর সাইকেলে উঠে বেড়াতে যাওয়ার কথা বলে বের হন তারা। পরে বাকি তিন আসামি একটি মোটর সাইকেলে তাদের পিছু নেন এবং ওই নারীকে একটি বাগানে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

পরবর্তীতে অসুস্থ হয়ে পড়া নারী ও তার শিশুকে ফেলে রেখে আসামিরা চলে যান। কিছুটা সুস্থ হয়ে ভুক্তভোগী নারী ৯৯৯-এ ফোন করলে ঝিকরগাছা থানার তৎকালীন ওসি বাবলুর রহমান খান ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে চারজনকে আটক করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন