ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বেআইনি অনুপ্রবেশকারী খুঁজে বের করে ফেরত পাঠাতে পর্যটক এবং স্টুডেন্ট ভিসাসহ প্রায় সাড়ে পাঁচ কোটি ভিসা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখবে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। গড়মিল পাওয়া গেলে সেই ভিসা বাতিল করা হবে। যদি বাতিল করে দেওয়া ভিসার অধিকারী যুক্তরাষ্ট্রে থাকেন, তাহলে তাকে তার দেশে ফেরত পাঠানো হবে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রতিটি ভিসার বৈধতা খতিয়ে দেখার চেষ্টা করবে তারা। ভিসার সময় পার করে কেউ বেআইনিভাবে থেকে গেছেন কিনা, অথবা কেউ অসামাজিক কাজে লিপ্ত কিনা বা কারোর উপস্থিতি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছে কি না, কারও সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের যোগ আছে কিনা-- এই প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বেআইনি অনুপ্রবেশকারীদের পাশাপাশি পড়ুয়া এবং পর্যটক ভিসায় থাকা মানুষদের উপরেও নজরদারি কড়া করলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com