ঢাকা      শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

মালয়েশিয়ায় বিমানবন্দরে অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দ, আটক এক

IMG
22 August 2025, 7:01 PM

আহমাদুল কবির, মালয়েশিয়া: কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে অনিবন্ধিত বাংলাদেশি ওষুধসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) কর্তৃপক্ষ তার লাগেজে ৮৫ হাজার রিঙ্গিত মূল্যের অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দসহ তাকে আটক করা হয়। তবে আটক বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি।

আজ শুক্রবার সান ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকের চারটি স্যুটকেস স্ক্যান করার সময় কাস্টমস কর্মকর্তারা সন্দেহজনক অনিবন্ধিত ওষুধের ছবি সনাক্ত করেন। এরপর ব্যাগগুলি আরও তদন্তের জন্য মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKPS) -এ পাঠানো হয়।

এ সময় ৩০টি ভিন্ন ধরণের ৬০ হাজার ইউনিটেরও বেশি ওষুধ পাওয়া গেছে যা মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল না। ধারণা করা হচ্ছে, এই ওষুধ কালোবাজারে স্বদেশীদের কাছে বিক্রির জন্য এনেছিলেন সন্দেহভাজন ওই ব্যক্তি।

সংস্থাটি জানিয়েছে, জব্দকৃত ওষুধের মধ্যে ছিল নিয়ন্ত্রিত এবং মনোরোগ সংক্রান্ত পদার্থ, ১ হাজার টিউব অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং ২০ হাজার গ্যাস্ট্রিক চিকিৎসার ট্যাবলেট।

জব্দকৃত ওষুধ আরও তদন্তের জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পদ্ধতি অনুসারে, সংস্থাটি আশ্বাস দিয়েছে যে, চালানটি এক মাসের মধ্যে বাজেয়াপ্ত করে ধ্বংস করা হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন