ঢাকা      শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ভারতের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

IMG
22 August 2025, 7:17 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এতে টানা দ্বিতীয় জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ম্যাচের শুরু থেকে বল দখলে রাখার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ম্যাচের ১৪ মিনিটেই প্রথম গোল হজম করে তারা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো পাস থেকে বল পেয়ে গোল করে ভারতকে লিড পাইয়ে দেন পার্ল ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় গোল আদায় করে নেয় ভারত। ৭৬ মিনিটে বনফিলিয়া শুল্লাইয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ঐ স্কোর ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। আগামী ২৪ আগস্ট একই ভেন্যুতে নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন