ঢাকা      রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ইসহাক দারের সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে: ডা. তাহের

IMG
23 August 2025, 11:25 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠকের আলোচনার বিষয়ে ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৈঠকে আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, গত ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্র নীতি একপেশে ছিল। আমরা মনে করি, এশিয়া অঞ্চলে সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার। বৈঠকে এ বিষয়ে দুই পক্ষই জোর দিয়েছে।

জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে আগামীকাল (রোববার) তাদের (পাকিস্তান) দ্বিপাক্ষিক আলোচনা হবে। আমরা বলেছি যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো সুন্দর পরিবেশে দ্রুত শেষ করা দরকার।

এছাড়াও বৈঠকে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে ডা. তাহের বলেন, সব মুসলিম রাষ্ট্রের সুসম্পর্কের মাধ্যমে আজকে বিশ্বে যেসব সমস্যা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যু, এসব বিষয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক দিক থেকে মুসলিম বিশ্ব যেন কার্যকর পদক্ষেপ নেয়, সে আলোচনাও আমরা করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ’৭১ এর বিষয় দু’টি সরকারের সঙ্গে আলোচনার বিষয়। তবে বৈঠকে প্রসঙ্গক্রমে জাতীয় নির্বাচনের কথা উঠলেও সে বিষয়ে বিস্তর আলোচনা হয়নি বলেও জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন