ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৬ সদস্যের প্রতিনিধি দল। আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশনে এই বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন রাত সাড়ে ১০টার দিকে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। এর বেশি কিছু বলতে পারছি না। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনও কথা বলেনি বিএনপির প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com