ঢাকা      রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

কুমিল্লায় গণপিটুনিতে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

IMG
24 August 2025, 12:12 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় সায়েম নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন: মেহেদী হাসান (১৮), জোবায়ের আহমেদ (২০), সিয়াম (১৮), মেহেদী (২১), নাঈম (২১), এমদাদ (২১) ও ঈমাম হোসেন।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর অশোকতলা এলাকার বিসিক শিল্পনগরীর ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে সায়েম নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটে। নিহত সায়েম নগরীর অশোকতলা এলাকার ভাড়াটিয়া অটো রিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়।

পুলিশ জানায়, সায়েম ও তার সহযোগীরা বিসিক শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাঝে মাঝেই চাঁদা সংগ্রহ করতেন। এছাড়া চুরি ছিনতাইয়ের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। বৃহস্পতিবার সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যান। এসময় ফ্যাক্টরির লোকজন তাকে ওই ভবনে মারধর করে আটকে রাখেন। পরবর্তীতে সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করেন। এরপর এলাকাবাসী জড়ো হয়ে রাতে পুনরায় সায়েমের হাত পা বেঁধে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গণপিটুনিতে নিহত সায়েমের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৫০ জনকে আসামি করা মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা সবাই গণপিটুনিতে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আজ রোববার তাদের রিমান্ডে আনতে আদালতে আবেদন করা হবে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন